মাঠে নামার আগে পরীক্ষায় বসতে হবে সালাহকে

|

সেন্ট পিটার্সবার্গে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হচ্ছে মিসর। বাংলাদেশ সময় রাত ১২টায় অনুষ্ঠিতব্য এই ম্যাচে দেখা যেতে পারে হালের সেনসেশন মোহাম্মদ সালাহকে। গতকাল পর্যন্ত গণমাধ্যমের খবর ছিল, সালাহ’র মাঠে নামাটা অনেকটাই নিশ্চিত। তবে, শেষ পর্যন্ত মাঠে নামার আগে সালাহকে আরেকটি ফিটনেস টেস্ট উতরাতে হবে বলে জানিয়েছেন মিসরের কোচ হেক্টর কুপার। দলের মূল ভরসাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না তিনি।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সার্জিও রামোসের বাজে ট্যাকলের শিকার হয়ে ইনজুরিতে পড়েন লিভারপুলকে ফাইনালে তোলা মোহাম্মদ সালাহ। এর পর থেকে মাঠে নামার মতো ফিট হতে পারেননি তিনি।

উরুগুয়ের বিপক্ষে মিসরের প্রথম ম্যাচে সালাহ মাঠে নামবেন বলে জানিয়েছিল মিসরের ফুটবল অ্যাসোসিয়েশন। কিন্তু, সালাহ ছাড়াই উরুগুয়েকে ঠেকিয়ে রেখেছিল মিসর। ম্যাচের শেষ দিকে গোল খেলেও তা পরিশোধের জন্য সালাহকে মাঠে নামানোর ঝুঁকি নেননি কুপার।

কুপার বলেন, সালাহ ফিটই আছে। আমরা ভেবেছিলাম উরুগুয়ের বিপক্ষেও তাকে মাঠে নামাবো। কিন্তু আমরা সবসময় শেষ মুহূর্তে আরেকটি ফিটনেস টেস্ট নিয়ে থাকি। আজও সেটি নিবো। আমরা আশাবাদী সে এটি উতরাতে পারবে। সে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

শেষ ২৫ মিটারে সালাহকে ‘অসাধারণ’ উল্লেখ করে কুপার বলেন, এক্ষেত্রে সে অনেক দক্ষ। অনেকগুলো বিকল্পও খুঁজে বের করতে পারে। যেটি সে লিভারপুলে করে দেখিয়েছে।

এদিকে, সালাহ সম্পূর্ণ ফিট হয়ে মাঠে নামলেও তাকে ঠেকানোর ব্যাপারে আশাবাদী রাশান কোচ স্তানিস্লাভ চেরিসভ।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply