১৫ বছরের জমা ঋণ যে পনেরোর কাঁধে

|

রিফাত এমিল:

শ্রীধরন শ্রীরামের বাংলাদেশের অধ্যায়ের বয়স হয়নি একমাস। এখনও সবাইকে হয়নি চেনা, খেলাও দেখা হয়নি অনেকের। খুবই স্বাভাবিক। ভারতীয় এ ভদ্রলোকের যাবতীয় ব্যস্ততা ছিল আইপিএল আর অস্ট্রেলিয়ায়। বাংলাদেশকে চেনার সময়টুকুও বা আর কই পেলেন? তবে চেনাজানা সঙ্গে ক্রিকেটারদের ব্যাটিং-বোলিং সত্তা দেখার জন্য আয়োজন ছিল ম্যাচ পরিস্থিতিতে অনুশীলনে।

কিন্তু বিধিবাম! বাধার নাম প্রকৃতি, বৃষ্টি৷ ভাদ্র-আশ্বিনের বেরসিক বৃষ্টি আর চাইলেন না শ্রীরাম সবাইকে চিনুক ভালো করে৷ একদিন যা একটু খেললেন লিটন, আফিফ, শান্তরা৷ পরেরদিন থেকেই বৃষ্টি৷ এশিয়া কাপে দুই ম্যাচ, একদিন মিরপুরে অনুশীলন আর টুকটাক মিটিং; এই ছিল শ্রীরামের সাথে বাংলাদেশের ক্রিকেটারদের পরিচয় পর্বের শুরু।

তবে বসে থাকার সুযোগ নেই, ব্যস্ততায় ঠাসায় এক শিডিউল শ্রীরামের সামনে৷ ত্রিদেশীয় সিরিজ খেলবে দল, যাবে নিউজিল্যান্ডে৷ বাংলাদেশ, স্বাগতিক নিউজিল্যান্ড আর অন্য প্রতিপক্ষ পাকিস্তান৷ এ সিরিজ সাঙ্গ করেই শুরু বিশ্বকাপ অ্যাসাইনমেন্ট।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় দল ঘোষণার কথা থাকলেও হয়েছে ১৯ মিনিট দেরি৷ যাবতীয় দেরিতে অভ্যস্ত হয়ে যাওয়া আমাদের জন্য ১৯ মিনিট দেরি আর এমন কী? একটু ভিন্ন প্রসঙ্গ৷ তবে প্রশ্নটা করেই ফেলি, বলুন তো আজ অফিসে কতো মিনিট দেরি করে ঢুকলেন? উত্তরটা নিজের কাছেই রাখুন৷ আপাতত দল ঘোষণাতেই ফিরি৷

এতক্ষণে জেনে গিয়েছেন নিশ্চয় কারা উঠছেন নিউজিল্যান্ড যাওয়া প্লেনে আর কাদের সময়টা কাটবে অন্য এক আলস্যে! যদি নানান ব্যস্ততায় নাও জেনে থাকেন, তবে বলি৷ সাকিব আল হাসান যথারীতি অধিনায়ক। দলের বাকিরা সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন৷ এই ১৫ লড়বে সাড়ে ১৬ কোটির বিশ্বকাপ স্বপ্নে৷ আর সঙ্গে স্ট্যান্ডবাই হচ্ছেন এই চার; শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান ও সৌম্য সরকার।

হোম অব ক্রিকেটে রাজ্যের আলোচনা, নানান কথার ঘুরপাক৷ রিয়াদ কী থাকছেন নাকি থাকছেন না? তিনদিন আগেও করেছেন অনুশীলন৷ ব্যস্ত রেখেছেন নিজেকে৷ হাসিমুখের রিয়াদই ছিলেন মিরপুরে৷ তবে সেই হাসি, ব্যস্ততা উধাও দল ঘোষণার পরেই৷

দল ঘোষণা, নির্বাচকদের ব্যাখা সব সাঙ্গ হলো বিকেলেই৷ রিয়াদের ক্যারিয়ারও ঠিক তেমন, একেবারে পড়ন্ত বিকেলই যেন৷ টেস্ট থেকে থেমেছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থামার পথেই, শুধু বাকি ওয়ানডে ক্রিকেটটা৷ শেষের গান থেকে রিয়াদ কী খুব বেশি দূরে?

সাম্প্রতিক ব্যাটিং ফর্মটা রিয়াদের বিপক্ষেই৷ ব্যাটের সাথে যেনো দা-কুমড়া সম্পর্ক৷ শেষ এক বছরে কমেছে গড়, স্ট্রাইক রেট৷ ব্যাট করার সময়ের বয়সের ছাপ৷ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল যখন ঘোষণা হয় রিয়াদের জীবনের ক্যালেন্ডারে বছরের বদল হয়ে গেছে ৩৬ বার৷ ৩৬ বছর ২২২ দিন বয়সী রিয়াদকে থামিয়ে কি টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীরাম, অধিনায়ক, নির্বাচক, টিম ম্যানেজমেন্টের সবাই কি ঠিক কাজটাই করেছেন?

তবে প্রশ্ন উঠেছে, নাজমুল হোসেন শান্তর স্কোয়াডে থাকা নিয়ে৷ ব্যাকআপ ওপেনার হিসেবে স্কোয়াডে, একাদশে থাকাটা বড় প্রশ্নের মুখেই৷ শান্ত কেনো দলে?

প্রধান নির্বাচকের ব্যাখ্যাটা মনঃপুত হবে না যে কারোরই৷ বিপিএলে দুটো সেঞ্চুরির জন্য টিকে গেছেন শান্ত৷ অথচ বিপিএল সেঞ্চুরির কথা শান্তর নিজেরও ভুলে যাওয়ার দশা!

প্রশ্ন উঠতে পারে, শেখ মেহেদির না থাকা নিয়েও৷ এশিয়া কাপে একাদশেই ছিলেন৷ হুট করে নেই স্কোয়াডে৷ তবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ায় এতো স্পিনার নিয়ে হবেটা কী- এমন ভাবনাও হতে পারে৷ যেখানে দল মিরাজ, সৈকতের মতো স্পিনার৷ সঙ্গে জেনুইন স্পিনার নাসুম আর অলরাউন্ডার সাকিব তো আছেনই৷ তবুও, শেখ মেহেদি থাকতে পারতেন কিনা সেই প্রশ্নটাও উঠছে৷

ইনজুরি কাটিয়ে ফেরা হয়েছে লিটন, সোহান, রাব্বিদের৷ বাংলাদেশ ব্যাটিং ইউনিটের নেতা এখন লিটনই৷ এই বছরে ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ৪৬ গড়ে করে ফেলেছেন ১৩৯৬ রান৷ গোটা ক্রিকেট দুনিয়ায় এ বছর এর চেয়ে বেশি রান শুধু বাবর আজমের৷

দেশের অন্যতম সেরা ক্রিকেট পণ্ডিতদের একজন নাজমুল আবেদীন ফাহিম৷ সাকিব, মুশফিকদের গুরু ফাহিম লিটনের অভিষের দিন বলেছিলেন, নতুন এক তারা আসছে৷ সেই তারাকে মানুষ চিনতেছে ছয় বছর পরে এসে৷ শুধু দেশের মানুষ? গোটা ক্রিকেট দুনিয়াই এখন মাতছে লিটনে৷ সেই উল্লাসের দেখা মিলবে অস্ট্রেলিয়াতেও?

এশিয়া কাপে সহ-অধিনায়ক ছিলেন আফিফ৷ এবার সে দায়িত্ব সোহানের৷ তবে দুজনের দায়িত্বটা বেশি ব্যাট হাতে৷ ক্রিকেটের ছোট ফরম্যাটে শ্রীরামের দলের ব্যাটারদের যে শ্রী দশা; এ বছরে তাতে রক্ষা হতে পারে এই দুইয়ের ব্যাটেও।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের চার উইকেট আর মোহাম্মদ আশরাফুলের ২৭ বলে ৬১ রানের ইনিংসে বাংলাদেশ হারায় উইন্ডিজকে৷ ওই শেষ৷ এরপরে কেটেছে ৬টি বিশ্বকাপ। গেলো ১৫ বছর বাংলাদেশের আর জেতা হয়নি বিশ্বকাপের মূলপর্বে৷ জমেছে ঋণ, বেড়েছে হারের ক্ষত৷ আরেকবার বিশ্বকাপ, আরেকবার স্কোয়াড দেয়া৷ ১৫ বছরের জমা ঋণ এবার এই পনেরোর কাঁধে৷ কিছু একটা করে দেখানোর সুযোগ। তবে কঠিন বাস্তবতা এসে জানিয়ে দেয়, টি-টোয়েন্টিতে পায়ের নিচের শক্ত মাটি এখনও খুঁজছে বাংলাদেশ৷

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply