চট্টগ্রামের মিরসরাইয়ে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষের পর পেছন থেকে লরির ধাক্কায় প্রাণ গেলো ৪ পথচারীর। আহত হয়েছেন কয়েকজন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানের সাথে বাসের সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গেলে পেছন থেকে ধাক্কা দেয় একটি লরি। চাপা পড়েন বেশ কয়েকজন। ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ পথচারী। নিহতরা হলেন, ফরিদ, সুমন, হাসান ও কাশেম। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: বৃষ্টির কারণে ভিক্ষা পাননি বৃদ্ধা, শুনে নিজের ভিক্ষার টাকা দিয়ে দিলেন আরেক ভিক্ষুক
জেডআই/
Leave a reply