নোরা ফাতেহিকে আবারও পুলিশি জিজ্ঞাসাবাদ

|

ছবি: সংগৃহীত

সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে গ্রহণ করা বহু মূল্যবান উপহার নেয়ার রেশ এখনও কাটছেনা বলিউড অভিনেত্রী ও ডান্সার নোরা ফাতেহির ওপর থেকে। গত ২ সেপ্টেম্বর দীর্ঘ ৭ ঘণ্টার পুলিশি বিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন এ বলিউড ডিভা। কিন্তু তখন বেশ কিছু প্রশ্নের জুতসই কোনো উত্তর দিতে পারেননি নোরা। সেসব প্রশ্নের উত্তর খুঁজতেই পুলিশ দিল্লীর ‘ইওডব্লিউ’ অফিসে নোরাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

মুখে মাস্ক পরে গাড়ি থেকে নেমে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন নোরা।

এরই প্রেক্ষিতে, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে একটি নীল হুন্দাই গাড়িতে করে দিল্লীর ‘ইওডব্লিউ’ অফিসে হাজির হন তিনি। নোরার সহযোগী গাড়ীর দরজা খোলার পরপরই গাড়ি থেকে নেমে দ্রুত চলে যান ‘ইওডব্লিউ’ অফিসের ভেতরে। নোরা নিজেকে কালো হুডি এবং মুখোশে ঢেকে রাখলেও দিল্লী পুলিশের কাছে ঢেকে রাখা প্রশ্নের উত্তর কি দিবেন- সেটিই এখন দেখার বিষয়।

প্রসঙ্গত, চাঞ্চল্যকর ‘সুকেশ এক্সটর্শন মামলা’য় নাম জড়িয়েছে আরেক জনপ্রিয় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেসেরও।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply