রূপগঞ্জে ডাকাত সর্দার গ্রেফতার

|

ছবি: প্রতীকী

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গার্মেন্টসের কাপড় বোঝাই কাভার্ডভ্যানের চালককে কুপিয়ে গাড়িসহ প্রায় ৪০ লাখ টাকা ডাকাতির ঘটনায় প্রধান হোতা ডাকাত সর্দার ফারুককে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চনপাড়া বস্তি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত ১৯ আগস্ট চট্টগ্রাম বন্দর থেকে কাভার্ডভ্যান বোঝাই গার্মেন্টসের ২০ লাখ টাকার পণ্য কাভার্ডভ্যানসহ ঢাকার আশুলিয়া যাবার পথে রূপগঞ্জের গাউছিয়া মার্কেট থেকে ডাকাতি হয়। পরে পুলিশ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পণ্য উদ্ধার ও আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়। পরে আজ ভোরে উপজেলার চনপাড়া বস্তিতে অভিযান করে এই ঘটনার মূলহোতা ডাকাত ফারুককে গ্রেফতার করা হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply