পাকিস্তানে ভয়াবহ বন্যা: নিহতের সংখ্যা বেড়ে প্রায় দেড় হাজার

|

ছবি: সংগৃহীত

পাকিস্তানে চলমান বন্যায় প্রাণহানি বৃদ্ধি পেয়ে দেড় হাজারের কাছাকাছি পৌঁছেছে। প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩ কোটি ৩০ লাখের বেশি মানুষ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বৃহস্পতিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিশ্চিত করে এই তথ্য। তারা জানায়, সিন্ধু প্রদেশের হ্রদগুলোর পানি উপচে পড়ছে, যা প্লাবিত হচ্ছে আশপাশের গ্রাম ও নিম্নাঞ্চলগুলোয়। জরুরি ভিত্তিতে সরানো হয়েছে কমপক্ষে ১৫ হাজার মানুষকে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্গত এসব এলাকায় পানিবাহিত রোগের প্রকোপ বাড়ছে কিন্তু সেই হারে চিকিৎসা সুবিধা মিলছে না। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সিন্ধু প্রদেশেই ১৫ হাজারের বেশি মানুষ কলেরা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, এই বন্যা পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবকেই দায়ী করছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে ৩০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের আহ্বানও জানিয়েছে পাকিস্তানের সরকার।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply