ব্রাজিলের আসন্ন জাতীয় নির্বাচনে বিতর্কের মূল ইস্যু হয়ে উঠেছে অস্ত্র সংক্রান্ত নীতিমালা। অস্ত্র আইনের পক্ষে-বিপক্ষে নিজ অবস্থান তুলে ধরছেন প্রার্থীরা। খবর রয়টার্সের।
জানা গেছে, ২০২১ সালে দেশটিতে গান ভায়োলেন্স বৃদ্ধি পেয়েছে ৩৪ শতাংশ। আর সে কারণেই, আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিষয়টি।
এ প্রসঙ্গে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জেইর বলসোনারো বলেন, অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম হাতিয়ার বন্দুক।
তবে তার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী লুলা ডি সিলভা তার নির্বাচনী ইশতিহারে উল্লেখ করেছেন, ক্ষমতায় গেলে অস্ত্র আইন শিথিল করার ব্যাপারে নেবেন না কোনো পদক্ষেপ। বিষয়টির পক্ষে বিপক্ষে জনসাধারণের মাঝেও রয়েছে বিতর্ক। গণহারে অস্ত্র মালিকানা নিয়ে শঙ্কা জানাচ্ছেন অনেকে।
প্রসঙ্গত, নির্বাচনের আগে জনপ্রিয়তা জরিপে বলসোনারোর তুলনায় ১৩ শতাংশ এগিয়ে আছেন লুলা ডি সিলভা।
/এসএইচ
Leave a reply