গাজীপুরে বেলুন বিস্ফোরণ: কৌতুকাভিনেতা রনি ও পুলিশ সদস্য জিল্লুর বার্ন ইনস্টিটিউটে ভর্তি

|

গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ ৫ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকালে জেলা পুলিশ লাইনস মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধনের সময় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, কৌতুক অভিনেতা আবু হেনা রনি, মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন।

এর মধ্যে আবু হেনা রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমান শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় দুজনের শ্বাসনালী দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন আবু হেনা রনি। বিকালে গ্যাস বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আকাশে কিছুদূর উড়ার পর গ্যাস ভর্তি বেলুন মাটিতে আঁছড়ে পড়ে বিকট শব্দে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে দগ্ধ হন আবু হেনা রনিসহ ৫ জন।

পরে আশপাশের পুলিশ সদস্যরা তাদের গায়ে পানি ঢেলে আগুন নেভায়। আহতদের তৎক্ষণাৎ গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। রনি ও অপর পুলিশ সদস্য জিল্লুর রহমানকে পাঠানো হয় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

রনির শরীরের ২৫ শতাংশ ও জিল্লুর রহমানের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। তাদেরকে নিবিড় পরিচর্যার জন্য আইসিইউতে নেয়া হয়েছে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply