যুব সমাজের জন্য সব সুযোগ সুবিধা সমানভাবে নিশ্চিত করা যায়নি বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এজন্য আয়ের বৈষম্য দূর করতে যুব সংগঠনগুলোকে কাজ করার তাগিদ দিয়েছেন তিনি।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ফার্মগেটে ধ্রুবতারা ইয়ূথ ফাউন্ডেশনের আয়োজনে ‘বাংলাদেশ ইয়ূথ সামিট ২০২২’ এর অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, দেশ যেন বিপথে না যায় সেজন্য যুবকদেরই এগিয়ে আসতে হবে। ধ্রুবতারা ইয়ূথ ফাউন্ডেশন তাদের কর্মপরিধি আরও বৃদ্ধি করবে জানিয়ে সাফল্য কামনা করেন স্পিকার।
যুবকদের উদ্দেশে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. ইয়াফেস ওসমান বলেন, রাজাকারের দোসররা এখনও অন্ধকারে ওত পেতে আছে।
/এমএন
Leave a reply