ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ইতালি, নিহত অন্তত ১০

|

এনবিসি নিউজ থেকে সংগৃহীত ছবি।

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ইতালির মধ্য-পূর্বাঞ্চল। মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। নিখোঁজ আরও অনেকে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে আছে ইতালির পাহাড়ি এলাকার বেশ কয়েকটি শহর। ঘরবাড়িতেও ঢুকে পড়েছে পানি। বাধ্য হয়ে বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন অনেক বাসিন্দা। দুর্গতদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩ শতাধিক কর্মী।

রাস্তাঘাট ডুবে যাওয়ায় নৌকা নিয়ে চলছে বাসিন্দাদের সরিয়ে নেয়ার কাজ। দুর্গম এলাকাগুলোয় ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার। বিভিন্ন এলাকায় এখনও চলছে বৃষ্টিপাত। আর এতে ভূমিধসও হয়েছে বেশ কিছু জায়গায়।

ইতালির আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে মাত্র তিন ঘণ্টার মধ্যেই হয়েছে ৪শ’ মিলিমিটার বৃষ্টিপাত!

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply