‘প্রশিক্ষণ ও ইভিএম কেনার টাকা দিলে প্রয়োজনে সব আসনে এ যন্ত্র দিয়ে ভোট হবে’

|

নির্বাচন কমিশনার মো. আলমগীর। ফাইল ছবি।

তিনশ আসনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার টাকা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করে দিলে প্রয়োজনে সব আসনে এ যন্ত্রের মাধ্যমে ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার মো. আলমগীর রোববার (১৮ সেপ্টেম্বর এ তথ্য জানিয়েছেন।

ইতোমধ্যে আগামী সংসদ নির্বাচনের রোডম্যাপ (কর্মপরিকল্পনা) ঘোষণা করেছে ইসি। তাতে বলা হয়েছে, ইসির সঙ্গে সংলাপে অংশগ্রহণকারী ২৯টি রাজনৈতিক দলের মধ্যে ইভিএমের পক্ষে ১৭টি রাজনৈতিক দল মত দিয়েছে। বিপক্ষে মত দিয়েছে ১২টি রাজনৈতিক দল। বেশিরভাগ রাজনৈতিক দল ইভিএমের পক্ষে থাকায় যন্ত্রটি ব্যবহার না করা যুক্তিসঙ্গত হবে না বলে কমিশন মনে করে।

কর্মপরিকল্পনায় বলা হয়, উভয়পক্ষের (পক্ষে-বিপক্ষে মতামত) প্রতি গুরুত্ব দিয়ে কমিশন অনূর্ধ্ব ১৫০টি আসনে ইভিএম ব্যবহার করা যুক্তিসঙ্গত মনে করে। ইভিএমগুলো সিটি করপোরেশন ও জেলা সদরের আসনগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার করা হবে। অবশিষ্ট ১৫০ আসনে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

সংসদ নির্বাচন নিয়ে ইসির রোডম্যাপ ঘোষণার দিন মো. আলমগীর বলেছিলেন, ব্যালটে ভোট হওয়া ১৫০ আসন ইসিকে রিস্কে (ঝুঁকিতে) ফেলেছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply