আবার পুরনো নামে ফিরলো কাজাখস্তানের রাজধানী

|

আবারও রাজধানীর নাম পাল্টে নিলো কাজাখস্তান। দেশটির রাজধানী এখন থেকে পরিচিত হবে আস্তানা নামে। একইসাথে প্রেসিডেন্টের মেয়াদকালও ৫ বছর থেকে বাড়িয়ে করা হলো ৭ বছর। কাজাখ পার্লামেন্ট শনিবার (১৭ সেপ্টেম্বর) সর্বসম্মতিক্রমে এই দুই সংশোধনীকে সমর্থন করেছে।

২০১৯ সালের মার্চে প্রেসিডেন্ট কাসেম তোকায়েভ রাজধানীর নাম আস্তানা থেকে নূর-সুলতান করেন। সাবেক প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভের সম্মানে করা হয় এই পরিবর্তন। শনিবার দেশটির রাজধানীর পুরোনো নামে প্রত্যাবর্তন করেছেন প্রেসিডেন্ট তোকায়েভ। এতে রাজধানীর নাম পাল্টে আবার ‘আস্তানা’ রাখা হয়েছে।

প্রেসিডেন্টের মেয়াদকাল আগে ছিল ৫ বছর। প্রেসিডেন্ট তোকায়েভের নতুন আইনে প্রেসিডেন্টের মেয়াদকাল হলো ৭ বছর। তবে এই আইনে কোনো ব্যক্তিকে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতায় বাধা দেয়া হয়েছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply