বেতন বাড়ছে বাবর আজমদের। গেল বছর পিএসএল বাদে ঘরোয়া ক্রিকেট থেকে পাকিস্তানের ‘এ প্লাস’ ক্যাটাগরির ক্রিকেটারদের বার্ষিক আয় ছিল ৪৭ লাখ রুপি। যা এই বছর বেড়ে দাঁড়াচ্ছে ৬১ লাখ রুপিতে।
শুধু বেতন নয়, বাড়ছে ঘরোয়া ক্রিকেটের দুই স্তরের ক্রিকেটারদের ম্যাচ ফি-ও। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নীতিনির্ধারকদের বিশ্বাস, তাতে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট আরও আকর্ষণীয় হবে।
পাকিস্তানের প্রথম শ্রেণির টুর্নামেন্ট কায়দে-এ-আজম ট্রফির খেলোয়াড়দের ম্যাচ ফি ৬০ হাজার পাকিস্তানি রুপি থেকে করা হচ্ছে ১ লাখ পাকিস্তানি রুপি।
সাদা বলের পাকিস্তান কাপ এবং ন্যাশনাল টি-২০ কাপের ম্যাচ ফি ৪০ হাজার পাকিস্তানি রুপি থেকে বেড়ে দাঁড়াচ্ছে ৬০ হাজার পাকিস্তানি রুপিতে।
শুধুমাত্র শীর্ষ ক্রিকেটারদের ক্ষেত্রে নয়, দ্বিতীয় সারির ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ৪ দিনের টুর্নামেন্টের ম্যাচ ফি ২৫ হাজার পাকিস্তানি রুপি থেকে বাড়িয়ে করা হয়েছে ৪০ হাজার পাকিস্তানি রুপি। আর সীমিত ওভারের টুর্নামেন্টের ম্যাচ ফি ১৫ হাজার থেকে করা হয়েছে ২৫ হাজার পাকিস্তানি রুপি।
/এমএন
Leave a reply