প্রথম কোয়ালিফায়ারের পর দ্বিতীয় কোয়ালিফায়ারেও হতাশ করলেন সাকিব আল হাসান। ব্যাটে কিংবা বলে কোনোটিতেই বাংলাদেশের তারকা অলরাউন্ডার রাখতে পারলেন না অবদান।
তার দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সও ব্যর্থ হলো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে উঠতে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) প্রভিডেন্স স্টেডিয়ামে জ্যামাইকা তালাওয়াহস জিতেছে ৩৭ রানে। গায়ানাকে বিদায় করে তারা উঠে গেছে আসরের ফাইনালে।
এদিন বল হাতে খরুচে ছিলেন সাকিব। ৩ ওভারেই তিনি দেন ৩০ রান। পাননি কোনো উইকেট। এরপর ব্যাট হাতে সাকিব আউট হন ৬ বলে ৫ রান করে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২২৬ রানের বিশাল পুঁজি পায় জ্যামাইকা। সেঞ্চুরি হাঁকিয়ে শামারহ ব্রুকস অপরাজিত থাকেন ৫২ বলে ১০৯ রান করে। শেষদিকে ইমাদ ওয়াসিম চালান তাণ্ডব। মাত্র ১৫ বলে ৪১ রানে অপরাজিত থাকেন তিনি। লক্ষ্য তাড়ায় গায়ানা ৮ উইকেটে ১৮৯ রান পর্যন্ত পৌঁছাতে পারে। বেশ কয়েকজন ব্যাটার থিতু হলেও ইনিংস বড় করতে পারেন কেবল কিমো পল। ৩৭ বলে ৫৬ রান আসে তার ব্যাট থেকে।
/এনএএস
Leave a reply