
স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে। শনিবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা শহরের কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমতিয়াজ আপন (৩৮) জেলার কসবা উপজেলার খাড়েরা এলাকার নিজাম উদ্দিনের ছেলে। তিনি সোনালী ব্যাংক লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া টিএ, রোড শাখায় কর্মরত ছিলেন।
নিহত ব্যাংক কর্মকর্তার বাবা নিজাম উদ্দিন জানান, জেলা শহরের ভাদুঘর পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কে ওঠার সময় পেছন থেকে একটি পিকআপ ভ্যান তার ছেলের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আপন গুরুতর আহত হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু বলেন, এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এটিএম/



Leave a reply