আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করেছে দীপ্ত ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এ উপলক্ষ্যে শনিবার (১ অক্টোবর) বিকেলে মিরপুর ডিওএইচএস-এ আলোচনা সভা করে সংগঠনটি।
সভায় প্রবীণ ব্যক্তিদের সমাজে যথাযথ সম্মান ও তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষায় সহায়তা করার আবেদন জানানো হয়।
জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জমান আহমদ। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব আব্দুল করিম ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রফিকুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল অবসরপ্রাপ্ত কর্নেল ফরিদ উদ্দিন। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত সংগঠন দীপ্ত ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
/এনএএস
Leave a reply