বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি থেকে মর্যাদাপূর্ণ সম্মাননা পেয়েছেন। ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর’ বিষয়ক অনুষ্ঠানে মো. জসিম উদ্দিন এই সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন।
মো. জসিম উদ্দিন বাংলাদেশের প্রথম সফল ব্যবসায়ী যিনি সামগ্রিকভাবে সমাজের উন্নতিতে তা অটল অঙ্গীকারের মাধ্যমে তার কর্মজীবন, সমাজ এবং পরিবারে অসামান্য অবদানের জন্য নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি থেকে এই স্বীকৃতি পেয়েছেন।
বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যানের মতে, এই আয়োজনটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্বের দ্বার উন্মোচন করবে। তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত তৃতীয় ও চতুর্থ প্রজন্মের বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি ব্যবসাকে ত্বরান্বিত করার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলার জেনারেল মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং নিউইয়র্ক সিটি কোর্টের জাজ সোমা সৈয়দ।
Leave a reply