বাড়লো করোনার প্রথম ডোজ টিকা নেয়ার সময়

|

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে ২৮ সেপ্টেম্বর শুরু হওয়া করোনা টিকা ক্যাম্পেইনের কার্যক্রম আরও ৫ দিন বাড়ানো হয়েছে। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। সেদিনের পর থেকে প্রথম ডোজ টিকা আর দেয়া হবে না।

এখনও দেশের ৩৩ লাখ মানুষ করোনার প্রথম ডোজ গ্রহণ করেনি। দ্বিতীয় ডোজ নেননি প্রায় ৭৭ লাখ। বাদ পড়াদের টিকার আওতায় আনতে ২৮ সেপ্টেম্বর দেশব্যাপী শুরু হয় বিশেষ ক্যাম্পেইন। এখন পর্যন্ত ১ম ও ২য় ডোজ টিকা নিয়েছে যথাক্রমে ৯৭ ও ৯০ শতাংশ মানুষ। বুস্টার ডোজ নিয়েছে ৪১ ভাগ।

প্রসঙ্গত, করোনা মহামারি প্রতিরোধে ২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে শুরু হয় প্রথম ডোজ টিকা কার্যক্রম।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply