চট্টগ্রাম ব্যুরো:
ময়মনসিংহ থেকে চট্টগ্রামে আসার পথে দুর্বৃত্তদের ছোড়া পথরের আঘাতে ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের দুই চালক আহত হয়েছেন। আহত দুই ট্রেন চালক হলেন মোহাম্মদ রাসেল এবং সহকারী চালক সুমন কুমার শীল।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল ৩টা ৫০ মিনিটে পাহাড়তলীর কৈবল্যধাম এলাকায় এ ঘটনা ঘটে। পাথরের আঘাতে গ্লাস ভেঙে তাদের দুজনের হাত কিছুটা কেটে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী সমিতির নেতারা।
আহত দুই চালক জানান, কৈবল্যধাম স্টেশন ছেড়ে যাওয়ার সময় হঠাৎ কে বা কারা ট্রেনের ইঞ্জিন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এতে ইঞ্জিনের সামনের গ্লাস সম্পূর্ণ ভেঙে পাথরটি ক্যাব রুমে প্রবেশ করে। তবে সৌভাগ্যক্রমে বড় কোনো দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন এই দুই চালক।
এসজেড/
Leave a reply