অভিবাসী সংকটের জেরে জরুরি অবস্থা জারি নিউইয়র্কে

|

অভিবাসী সংকটের জেরে জরুরি অবস্থা জারি হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। আশ্রয়প্রার্থীদের চাপ সামলাতে কেন্দ্রীয় সরকারের সহায়তা চেয়েছে অঙ্গরাজ্যটির প্রশাসন। খবর রয়টার্সের।

শুক্রবার (৭ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে মেয়র এরিক অ্যাডামস জানান, সেপ্টেম্বর থেকে দৈনিক গড়ে ৫ থেকে ৬টি বাস পৌঁছায় নিউইয়র্কে। গেলো এপ্রিল থেকে ১৭ হাজারের বেশি মানুষ প্রবেশ করেছে দেশটিতে।

রিপাবলিকান নেতৃত্বাধীন টেক্সাস, অ্যারিজোনা ও ফ্লোরিডা থেকে অভিবাসীদের ডেমোক্র্যাটিক নিয়ন্ত্রিত এলাকাগুলোয় পাঠানো হচ্ছে অভিবাসীদের।

শেল্টার সেন্টারগুলোয় প্রতি ৫ জনে একজন অভিবাসন প্রার্থী। অনেকের সাথেই রয়েছে শিশু। জরুরি চিকিৎসা সেবা প্রয়োজন তাদের। কেন্দ্রের কাছে সহায়তা চেয়েছেন। তহবিলের অর্থ খরচ হচ্ছে। গুরুত্বপূর্ণ প্রকল্পের অর্থে টান পড়ছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply