কাজ শেষ করে বাসায় যাওয়ার জন্য উবারের মাধ্যমে ট্যাক্সি অর্ডার করেছিলেন অলিভার কাপলান। গন্তব্য প্রায় চার মাইল দূরে একটি স্থান। সেই সময়ে উবার ভাড়া দেখাচ্ছিল ১২ ডলার। পনের মিনিটের যাত্রা শেষে তিনি তার গন্তব্যে পৌঁছে যান।
মিন্ট’র এক প্রতিবেদনে বলা হয়, পরদিন কাপলানকে $৩৯,৩১৭ ডলার বা প্রায় ৪১ লাখ টাকার একটি বিল দেয়া হয়। হতবাক কাপলান যোগাযোগ করেন উবার গ্রাহক পরিষেবার সাথে। টাকার পরিমাণ দেখে উবার গ্রাহক পরিষেবা কর্মীরা অবাক হয়ে যায়।
পরে অবশ্য কাপলান তার অর্থ ফেরত পেয়েছেন।
/এনএএস
Leave a reply