ভেনেজুয়েলায় ভারি বৃষ্টি ও বন্যায় ২২ জনের মৃত্যু

|

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার লাস তেজারাস শহরে ভারি বৃষ্টি ও বন্যায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৫২ জন বাসিন্দা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত তেজারাস এলাকা। সেখানকার অন্তত পাঁচটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাছাড়া গাছ উপড়ে পরে এবং আবর্জনার কারণে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। ভূমিধসের কারণে ভেঙ্গে পড়েছে ঘরবাড়ি আর স্থাপনাও। কাদামাটির নীচে অনেকেই আটকা পড়েছে। তাদের উদ্ধারে স্বেচ্ছাসেবীদের পাশাপাশি মাঠে নেমেছে দেশটির সেনাবাহিনী।

এর আগে গত আগস্টে ভেনেজুয়েলার আন্দেসে ভারি বৃষ্টির কারণে ভূমি ও পাহাড়ধসে ১৫ জনের মৃত্যু হয়। গত সেপ্টেম্বরে ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টির পর সৃষ্ট বন্যায় আটজনের মৃত্যু হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply