কাতারের নিরাপত্তাবাহিনীর সাথে যোগ দিতে দেশ ছাড়লো পাকিস্তানি সেনাবাহিনী

|

ছবি: সংগৃহীত

নভেম্বরে কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে নিরাপত্তা দিতে দেশ ছেড়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর একটি দল। সেখানে গিয়ে কাতারের নিরাপত্তা বাহিনীর সাথে যোগ দিবেন তারা।

জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়, ফুটবল বিশ্বকাপের এ আসরে কাতার সরকার ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। যে কোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। এরই অংশ হিসেবে কাতার পাকিস্তান থেকে আর্মি অফিসার, জুনিয়র কমিশনার অফিসার এবং সৈন্য নিচ্ছে।

নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে দেশটির সরকার পাকিস্তান সেনাবাহিনীর দ্বারস্ত হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতা পাওয়ার জন্য গত আগস্টে কাতারের চারজন উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা পাকিস্তান সফর করেন।

এরপর গত সেপ্টেম্বর মাসে ফিফার আট সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক প্রশিক্ষণ দল পাকিস্তান ভ্রমণ করে সৈন্যদের প্রশিক্ষণ প্রদান করে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply