গরুকে ভারতের জাতীয় পশু করার আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট বললেন, এসব কি আদালতের কাজ?

|

ছবি: সংগৃহীত

গরুকে ভারতের জাতীয় পশু ঘোষণার জন্য কেন্দ্রীয় সরকারের নির্দেশ দেয়ার আবেদন খারিজ করলো দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি এস কে কউল এবং বিচারপতি অভয় এস ওকার বেঞ্চ এ আবেদন খারিজ করেন।

খবরে বলা হয়, গরুকে ভারতের জাতীয় পশু হিসাবে ঘোষণা করার জন্য কেন্দ্রকে নির্দেশ দেয়ার আবেদন জানিয়ে ‘গোবংশ সেবা সদন’সহ কয়েকটি সংগঠনের তরফে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছিল। পাশাপাশি গোহত্যায় মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে বলেও আবেদনে জানানো হয়েছিল। কিন্তু দুই বিচারপতির বেঞ্চ এ বিষয়ে কেন্দ্রের মত চেয়ে নোটিস পাঠানোর আবেদন খারিজ করে দেন।

সেই সঙ্গে আবেদনকারী পক্ষের আইনজীবীকে ভর্ৎসনা করে আদালত বলেন, এটা কি আদালতের কাজ? আপনি কীভাবে এমন আবেদন জানাতে পারেন? এতে কোন মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে? খবর আনন্দবাজার পত্রিকার।

এমন আবেদনের জন্য আবেদনকারী পক্ষের জরিমানা করা উচিত বলেও জানায় শীর্ষ আদালত। জানায়, আবেদন প্রত্যাহার করা না হলে জরিমানা করা হবে।

প্রসঙ্গত, ২০১৭ সালে একটি মামলার শুনানিতে রাজস্থান হাইকোর্টের বিচারপতি মহেশচন্দ্র শর্মা একটি মামলার শুনানিতে গরুকে ‘মাতা’ বর্ণনা করে বলেছিলেন, গোহত্যার চেয়ে বড় অপরাধ আর কিছুই হতে পারে না। ভারতের সংবিধানের ৪৮ ও ৫১এ(জি) ধারা অনুযায়ী গরুকে জাতীয় পশুর আইনি মর্যাদা দেয়া যেতে পারে বলেও জানান তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply