কেমন ব্যবসা করলো পূজায় মুক্তি পাওয়া সিনেমাগুলো?

|

ছবি: সংগ্রহীত

পূজার মৌসুমে ভালো ব্যবসার আশায় পসরা সাজিয়েছিল টলিউড ইন্ডাস্ট্রি। দূর্গাপূজায় এবার সেখানে মুক্তি পেয়েছে চারটি বাংলা সিনেমা। যেসব সিনেমায় অভিনয় করেছেন টালিউডের প্রথম সারির তারকারা। প্রসেনজিৎ, পরমব্রত, দেব, আবির, সোহম—কে নেই! তবে ব্যবসায়িক সাফল্যের দিক দিয়ে সবাইকে টেক্কা দিয়ে বাজিমাত করলো কে?

টলিউডে এবারের পূজার একমাত্র ব্যবসাসফল সিনেমা ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। প্রথম দিন থেকেই টিকিট বিক্রিতে এগিয়ে ছিল সিনেমাটি। দলবলে হলে গিয়ে দর্শক ভরিয়ে দিয়েছেন ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর প্রতিটি শো। দ্বিতীয় সপ্তাহে এসেও এ দৃশ্যে কোনো পরিবর্তন নেই।

জানা গেছে, এখন পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কোটি রুপির ব্যবসা করেছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই সিনেমাটি। চলতি বছর ‘বেলাশুরু’ ও ‘অপরাজিত’ তুমুল ব্যবসা করলেও ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ সবাইকে ছাড়িয়ে গিয়েছে, এমনটাই বলছেন টালিউডের বাণিজ্য বিশেষজ্ঞরা।

প্রসেনজিৎ ও দেব অভিনীত ‘কাছের মানুষ’ নিয়ে প্রত্যাশা, প্রচারণা, উন্মাদনা কিছুই কম ছিল না। প্রত্যেকের আশা ছিল, বাংলার দুই সুপারস্টারের যুগলবন্দি বক্সঅফিসে আনবে তুমুল জোয়ার। কিন্তু সে আশায় গুঁড়েবালি। প্রত্যাশার সঙ্গে বাস্তবতার আকাশ পাতাল ব্যবধান দেখা গেলো ‘কাছের মানুষ’-এর ক্ষেত্রেও।

প্রথম সপ্তাহে মাত্র ১ কোটি ২০ লাখ রুপি আয় করেছে পথিকৃৎ বসু পরিচালিত সিনেমাটি। তবে পূজার বাজারে এ আয় উল্লেখযোগ্য নয় বলেই মত টালিউডের বাণিজ্য বিশেষজ্ঞদের।

পরমব্রত চট্টোপাধ্যায় পূজায় মুক্তি দিয়েছিলেন তার পরিচালিত নতুন সিনেমা ‘বৌদি ক্যান্টিন’। মূল চরিত্রে শুভশ্রী, আছেন সোহমও। তবে আয়ের দিক থেকে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ ও ‘কাছের মানুষ’ থেকে অনেক দূরে আছে ‘বৌদি ক্যান্টিন’। একেবারেই দর্শক টানতে পারেনি সিনেমাটি। প্রথম সপ্তাহে মাত্র ২০-২৫ লাখ রুপির আয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে পরমব্রতকে।

বাংলা সিনেমার পাশাপাশি পূজায় হিন্দি সিনেমা দেখতেও হলমুখী হয়েছে দর্শক। সেই সুবাদে ‘বিক্রম ভেদা’ আয় করে নিয়েছে সাড়ে চার কোটি রুপি। দেব-প্রসেনজিতের জুটিকে রীতিমতো টেক্কা দিয়েছে হৃতিক-সাইফের যুগলবন্দি। মুক্তি পেয়েছিল মনি রত্নমের ‘পোন্নিয়িন সেলভান ১’। দেশ জুড়ে তো বটেই, পশ্চিমবঙ্গেও উল্লেখযোগ্য ব্যবসা করেছে সিনেমাটি। আয়ের অঙ্ক দাঁড়িয়েছে ৯০ লাখের কাছাকাছি। তবে সপ্তাহ শেষে এ আয় কোথায় গিয়ে দাঁড়াবে, সেটাই এখন দেখার পালা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply