পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ, লোডশেডিং প্রসঙ্গে জিএম কাদের

|

ফাইল ছবি।

দেশজুড়ে চলমান লোডশেডিং প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, পরিস্থিতি মোকাবেলায় সরকার যে ব্যর্থ, সেটি প্রমাণ হয়ে গেছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জিএম কাদের বলেন, দেশে বিরাজনীতিকরণ চলছে। নির্বাচনের পুরো ব্যবস্থা নষ্ট করে ফেলা হয়েছে। রাজনৈতিক দলগুলো দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে উল্লেখ করে তিনি আরও বলেন, এভাবে চলতে থাকলে দেশে রাজনীতি বলে আর কিছুই থাকবে না।

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, আগামী নির্বাচন কোনোভাবেই একতরফা হতে দেয়া যাবে না। এ দিন বাংলাদেশ মানবাধিকার কমিশনের নির্বাহী সম্পাদক মির্জা শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মোল্লা জাতীয় পার্টিতে যোগ দেন।

আরও পড়ুন: কৃষি মন্ত্রণালয়ের কাজ উৎপাদন ঠিক রাখা, দাম নির্ধারণের কাজ বাণিজ্য মন্ত্রণালয়ের: কৃষিমন্ত্রী

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply