টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের ধারাবাহিক ব্যর্থতা শঙ্কা বাড়াচ্ছে দিনকে দিন। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেট আর দল নিয়ে অতিরিক্ত এক্সপেরিমেন্ট ভোগাতে পারে টিম টাইগার্সকে। এ কথা বলছেন ধারাভাষ্যকার আতহার আলী খান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টিম টাইগার্সের সবচেয়ে বড় প্রস্তুতিটা ছিল নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ। তবে সেখানেও ধারাবাহিক ব্যর্থতা জারি থাকায় শঙ্কা বাড়ছে অস্ট্রেলিয়ার কন্ডিশনে সাকিবদের পারফরমেন্স নিয়ে।
বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার আতহার আলী খান টাইগারদের বাউন্সি পিচে খেলার অনভ্যস্ততার কথা মনে করালেন আরও একবার। তবে তার বাইরেও শঙ্কা আছে অনেক। টি-টোয়েন্টির যুগে এই ফরম্যাটের সাথে তাল মিলিয়ে এগোতে না পারার আসল কারণটা নিয়ে তিনি বলেন, টিম কম্বিনেশন খুঁজে বের করার প্রক্রিয়া চলছে। সিনিয়র কয়েকজন খেলোয়াড় চলে গেছে। মুশফিক, মাহমুদউল্লাহ নেই। তামিম আগে চলে গেছে। তাই এই রূপান্তরের জন্য দলকে একটু সময় দিতে হয়। উদ্বোধনী জুটি এখনও ঠিক করতে পারিনি।
সিদ্ধান্তহীনতা নিয়ে বাংলাদেশের ক্রিকেটে প্রশ্ন কম নেই। তবে আরও একটা বড় প্রশ্ন আছে রিপ্লেসমেন্ট নিয়ে। প্রশ্নের চেয়েও বড় বোধহয় অভাবটা। পর্যাপ্ত ক্রিকেটার কেন আসছে না, তা নিয়ে আতহার আলী খান বলেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ জিতেছে। ওই দলটি থেকে কয়েকজন খেলোয়াড় আসবে বলে আশা করেছিলাম। বিশেষ করে, টি-টোয়েন্টিতে কয়েকজন খেলোয়াড় আসতে পারতো। তবে যারা আসছে, তাদেরও দলে থিতু হতে কিছুটা সময় দিতে হবে।
মাঠের খেলা নিয়েতো মন্তব্যের শেষ নেই। তবে মাঠের বাইরে সাব্বিরদের নিয়ে রয়েছে সমালোচনার এক ভিন্ন জগত সামাজিক যোগাযোগমাধ্যম। সে ব্যাপারে আতহার আলী খান বলেন, খেলোয়াড়রা কিন্তু সমর্থকদের সামনে ভালো কিছুই দেখাতে চান। আমি সমর্থক-দর্শকদের অনুরোধ করবো, একটু ধৈর্য ধরুন।
আরও পড়ুন: বিশ্বকাপের দল চূড়ান্ত, সেরা কম্বিনেশনের জন্য অন্যরা সুযোগ পাচ্ছে: সাকিব
/এম ই
Leave a reply