আর্জেন্টিনার সমর্থকদের দারুন একটা খেলা উপহার দিয়ে শেষ ষোলতে উঠে মেসিরা। ম্যাচ শেষে মেসি বলেন, আমরা আত্মবিশ্বাসী ছিলাম এই খেলায় আমরা জিতবো। এভাবে জেতাটা খুবই আনন্দের। এটা আমাদের প্রাপ্য ছিলো।
আমি জানতাম ইশ্বর আমাদের সাথে আছেন এবং তিনি আমাদের ছেড়ে যাবেন না। এখানে যারা আছে সবাইকে ধন্যবাদ জানাই।
মেসির গোলে ১-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলেও বিরতির পর মাঠে নেমে পেনাল্টিতে সমতা আনে নাইজেরিয়া।
এরপর খেলায় পরতে পরতে ছড়িয়ে থাকল নাটক আর রোমাঞ্চ। পারবে আর্জেন্টিনা? না বিদায় নেবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা? অপেক্ষা করতে হলো চিত্রনাট্যের শেষ পর্যন্ত। শেষ অবধি পারলেন আলবিসেলেস্তেরা। লিওনেল মেসি ও মার্কস রোহোর কাঁধে চড়ে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেলেন তারা।
Leave a reply