সৌদির সাথে সম্পর্ক জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র

|

তেল উৎপাদন হ্রাস করা নিয়ে সৌদি আরবের সাথে চলমান টানাপোড়েনের মাঝেও দেশটির সাথে সম্পর্ক জোরদারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১১ অক্টোবর) দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয় এ তথ্য। আলজাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের সাথে দিপাক্ষিক সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে ওয়াশিংটন। গত সপ্তাহে সৌদি প্রশাসনের তেল উৎপাদন কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তবে রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে তেল উৎপাদনকারী উপসাগরীয় দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের দিকে নজর দিয়েছে মার্কিন প্রশাসন। তাই রিয়াদের সাথে সম্পর্ক এগিয়ে নিতে কাজ করতে চায় হোয়াইট হাউস।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply