ইন্টার মিলানের সাথে নাটকীয় ড্র বার্সেলোনার

|

ছবি: সংগৃহীত

ছয় গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ইন্টার মিলানের সাথে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। আর এতেই টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় কাতালান ক্লাবটি।

শেষ ষোলো নিশ্চিতে জিততেই হবে এমন সমীকরণে ঘরের মাঠে দারুণ আক্রমণাত্মক শুরু করে স্প্যানিশ জায়ান্টরা। তবে ফিনিশিং ব্যর্থতায় অপেক্ষা স্থায়ী হয় ম্যাচের ৪০ মিনিট পর্যন্ত। সার্জিও রবের্তোর অ্যাসিস্টে স্কোর শিটে নাম তোলেন উসমান দেম্বেলে।

বিরতির পর জেরার্ড পিকের হাস্যকর ভুলে সমতা আনেন নিকোলো বারেল্লা। ৬৩ মিনিটে লাওতারো মার্তিনেজের গোলে লিড নেয় ইন্টার মিলান। ৮২ মিনিটে দু’বারের চেষ্টায় গোলের দেখা পান লেভানডোভোস্কি। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে গোসেন্সের গোলে আবারও এগিয়ে যায় ইন্টার।

এরপর ইনজুরি টাইমে গোল করে বার্সার ১ পয়েন্ট নিশ্চিত করেন লেভানডোভোস্কি। তবে ৭ পয়েন্ট নিয়ে শেষ ষোলোর দৌড়ে এগিয়ে থাকলো ইন্টার মিলান। বিপরীতে মাত্র ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে বার্সেলোন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply