থাইল্যান্ডকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের মেয়েরা

|

ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে থাইল্যান্ড নারী দলকে ৭৪ রানে হারিয়েছে ভারত। ১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৭৪ রানেই গুটিয়ে যায় থাই নারীরা।

টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার শেফালি ভার্মা ও মান্ধানার জুটি থেকে আসে ৩৮ রানের ইনিংস। জুটি ভাঙ্গে ১৩ রানে ফেরেন স্মৃতি মান্ধানা। দলীয় ৬৭ রানে ২য় উইকেট হারায় ভারত। ৪২ রান করে ফেরেন শেফালি। ২৭ রান করে জেমিমা রড্রিগস ফেরেন সাজঘরে। এরপর অধিনায়ক হারমান প্রীতের ৩৬ রানে ভর করে ১৪৯ রানে ইনিংস শেষ করে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই দুই ওপেনারের উইকেট হারায় থাইল্যান্ড। অধিনায়ক নারুয়েলম করেন ২১ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। নাত্যায়ার ২১ রান কেবল কমিয়েছে হারের ব্যবধান। ৯ উইকেট হারিয়ে থাই নারীদের ইনিংস থামে মাত্র ৭৪ রানে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply