মাঝ আকাশে ধোঁয়ায় আচ্ছন্ন ককপিট-কেবিন, হায়দরাবাদে জরুরি অবতরণ ভারতীয় বিমানের

|

বিপজ্জনক অবস্থায় ভারতের হায়দরাবাদে স্পাইসজেট বিমানের জরুরি অবতরণের ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিওতে দেখা গেছে, অবতরণের কিছুক্ষণ আগে বিমানটির ভেতর হঠাৎ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। কেবিনের ভেতর ফায়ার অ্যালার্মও বেজে ওঠে এ সময়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১২ অক্টোবর) স্থানীয় সময় রাতে গোয়া থেকে যাত্রী নিয়ে ফিরছিল স্পাইসজেটের একটি বিমান। এ সময় বিমানে কিছু সমস্যার আঁচ করতে পারেন পাইলট। এরপরই মাঝ আকাশে হঠাৎ ধোঁয়ায় ভরে যায় ককপিট ও কেবিন। ধোঁয়ার কারণে কেবিনের ভেতরে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এ সময় হায়দরাবাজে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে।

কী কারণে বিমানের ভেতরে এমন ধোঁয়ার সৃষ্টি হলো তা এখনও জানা যায়নি। বিমান কর্তৃপক্ষ বলছে, ওই ফ্লাইটের সব যাত্রীই অক্ষত আছেন। বিষয়টি নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply