হিমালয়ের কাছাকাছি হওয়ায় আগেভাগেই শীতের হাওয়া পঞ্চগড়ে

|

হিমালয়ের কাছাকাছি হওয়ায় পঞ্চগড়ে আগেভাগেই বইছে শীতের হাওয়া। গত কয়েক দিন ধরে সকাল আর সন্ধ্যায় কুয়াশার চাদরে ঢেকে থাকছে চারপাশ। তাপমাত্রা কমে যাওয়ায় অনুভূত হচ্ছে আগাম শীত। আবহাওয়া অফিস বলছে, নভেম্বরের মাঝামাঝি তীব্র শীতের কবলে পড়বে এ জেলা। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন।

ভৌগোলিকগতভাবে হিমালয় অঞ্চলের কাছাকাছি অবস্থান পঞ্চগড় জেলার। তাই এখানে শীত আসে আগেভাগে। এবার বর্ষা যেতে না যেতেই শীতের আমেজ পাওয়া যাচ্ছে। আগেভাগে শীত অনুভূত হওয়ায় চরম দুর্ভোগে পড়তে হয় দিনমজুর আর হতদরিদ্রদের, টান পড়ে জীবিকায়।

তবে ছিন্নমূল আর শীতার্তদের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানাচ্ছে সর্ব উত্তরের জেলা পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা।

গত কয়েক দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রা ২৩ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। নভেম্বরের মাঝামাঝি থেকেই পঞ্চগড়ে তীব্র শীত অনুভূত হতে পারে বলে জানাচ্ছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. রোকনুজ্জামান।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply