যুক্তরাষ্ট্রের প্রতি আর আস্থা নেই ফিলিস্তিনের, পাশে চায় রাশিয়াকে

|

মধ্যপ্রাচ্য সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রতি আর আস্থা নেই ফিলিস্তিনের বরং রাশিয়ার প্রতিই আস্থা রাখতে চায় আব্বাস প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এমন অবস্থানের কথা জানান, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কাজাখস্তানে চলমানে সিআইসিএ সম্মেলনের সাইডলাইনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন তিনি। বিবিসির খবরে দেয়া হয়েছে এমন তথ্য।

বৈঠকে ফিলিস্তিন সংকট সমাধানে রাশিয়ার হস্তক্ষেপ কামনা করেন আব্বাস। এসময় ইসরায়েল-ফিলিস্তিন সংকটে সমাধান না হওয়ায় উদ্বেগ জানান পুতিন। রাশিয়া নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও দাবি তার।

এদিকে বৃহস্পতিবারও ইসরায়েলি দখলদারদের হামলায় আহত হয় কমপক্ষে ৪০ ফিলিস্তিনি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply