২০২৩ সালের বিশ্বকাপে ৫৮ থেকে প্রায় ১১৬ মিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে বিসিসিআইয়ের। ভারত সরকার কর মওকুফ না করলে আইসিসি টাকা কাটবে বিসিসিআইয়ের লভ্যাংশ থেকে; এমনটাই জানিয়েছেন ইএসপিএন ক্রিকইনফো।
কর মওকুফের ব্যাপারে বিসিসিআইয়ের সাথে আইসিসির ঝামেলা বেশ পুরোনো। এখনও সেই সমস্যার চূড়ান্ত সমাধান হয়নি। ভারতের ক্রিকেট সংস্থা জানিয়েছিল, ২০২৩ সালের বিশ্বকাপে কর মওকুফ করার বিষয় নিয়ে ভারতের অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা শুরু করেছে।
পরবর্তীতে, আগামী অক্টোবর-নভেম্বরে টুর্নামেন্টের জন্য কর মওকুফের নিশ্চয়তা পাওয়ার শেষ সময় ছিল গত এপ্রিলে যা ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়। কর মওকুফ করা না হলে বিসিসিআই থেকে বেশ বড় অংকের টাকা নিবে আইসিসি।
আরও পড়ুন: ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান
/এম ই
Leave a reply