ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত

|

ছবি: সংগৃহীত

পরমানু বিদ্যুৎচালিত সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। আল জাজিরা এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

শুক্রবার (১৪ অক্টোবর) ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বঙ্গোপসাগরে পূর্ব নির্ধারিত লক্ষ্যে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে পরমাণু বিদ্যুৎচালিত সাবমেরিন আইএনএস আরিহান্ত।

ভারত সবসময়ই পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতি মেনে চলবে। কিন্তু পারমাণবিক হামলা রুখে পাল্টা আঘাতের জন্য ন্যূনতম শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থার প্রয়োজন বলে এক বিবৃতিতে জানানো হয়।

৬ হাজার টন ওজনের পরমাণু বিদ্যুৎচালিত সাবমেরিন আইএনএস আরিহান্ত তৈরি হয় বিশাখাপত্তনমের শিপ বিল্ডিং সেন্টারে। ২০০৯ সালের ২৬ জুলাই কার্গিল বিজয় দিবসে এটিকে ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেন তত্কালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply