তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৪০

|

ছবি: সংগৃহীত

তুরস্কের বার্তিন প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। ইউএস নিউজের এক প্রতিবেদনা বলা হয়, এ ঘটনায় অন্তত ৫৮ জনকে উদ্ধার করা হয়েছে এবং এখনো খনির ভেতরে অনেকে আটকা পড়ে আছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিস্ফোরণের সময় অন্তত ১১০ জন শ্রমিক ওই কয়লা খনিতে কাজ করছিল এবং এর অর্ধেকই ছিল ৩০০ মিটারের বেশি গভীরে।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এ পর্যন্ত ৫৮ জনকে তারা উদ্ধার করেছেন, যাদের এখন চিকিৎসা দেয়া হচ্ছে।

উদ্ধারকর্মীরা তাদের কৃষ্ণসাগর উপকূলের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেছেন। আটকে থাকা কর্মীদের স্বজনরা খনি এলাকায় ভিড় করছেন এবং তাদের স্বজনদের জন্য উদ্বেগ নিয়ে অপেক্ষা করছেন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply