তিন বছরের সাজা এড়াতে ২১ বছর সিঙ্গাপুরে, হলো না শেষরক্ষা

|

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

তিন বছরের সাজা এড়াতে সিঙ্গাপুরে পালিয়ে দুলাল মিয়াকে (৫০) ২১ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে টাঙ্গাইল পৌর শহরের আদালতপাড়ার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার দুলাল বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের ময়থা কমলাপাড়ার বাসিন্দা।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল পৌর শহরের আদালতপাড়ার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২০০১ সালে একচটি সিআর মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিআর মামলায় তার তিন বছরের সাজা হয়। পরে দুলাল মিয়া নাম পরির্বতন করে এম জামান নাম দিয়ে সিঙ্গাপুরে চলে যান। তিনি প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে দণ্ডিত হন। বিদেশ থেকে ফিরে শহরে একটি বাসা ভাড়া করে গোপনে থাকতে শুরু করেন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply