ইভিএমে সুষ্ঠু নির্বাচন সম্ভব, জালিয়াতির সুযোগ নেই: বিশেষজ্ঞদের মত

|

ইভিএমে সুষ্টু নির্বাচন করা সম্ভব। এতে জালিয়াতির সুযোগ নেই, যার ভোট সে দিতে পারবে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। আর ব্রাজিলে প্রায় ৩০ বছর ধরে ইভিএমে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে বলে হচ্ছে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদুত পাউলো জিয়াস ফোরেস।

শনিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও ইলেকশন মনিটরিং ফোরাম এর উদ্যোগে ‘কূটনীতিকদের দৃষ্টিতে সুষ্ঠু-শান্তিপূর্ণ নির্বাচন ও ইভিএমের ব্যবহার’ শীর্ষক মত বিনিময় সভায় তারা এ মন্তব্য করেছেন।

ব্রাজিলের রাষ্ট্রদুত বলেন, ইভিএমে ভোট দিয়ে ব্রাজিলের জনগণ সন্তুষ্ট। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এ পদ্ধতিতে ভোট গ্রহণ জরুরি। এ সময় বিভিন্ন পেশাজীবিরা ইভিএমে ভোট দেয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, প্রযুক্তির ব্যবহারের কারণে গাইবান্ধার নির্বাচনে অনিয়ম ঠেকানো গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে মেশিনে ভোট হবে, তাতে অনিয়মের সুযোগ নেই। এ নিয়ে বিভ্রান্তি দূর করার জন্য ইসিকে প্রচারণা বাড়ানোর পরামর্শ দিয়েছেন পেশাজীবিরা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply