উইন্ডিজকে ১৬১ রানের লক্ষ্য দিলো স্কটল্যান্ড

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথপম রাউন্ডের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৬০ রান তুলেছে স্কটল্যান্ড। ওপেনার জর্জ মানসি অপরাজিত ছিলেন ৬৬ রানে।

হোবার্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে টস হেরে জর্জ মানসি এবং মাইকেল জোন্স স্কটল্যান্ডকে এনে দেন ঝড়ো সূচনা। দু’জন মিলেই চড়াও হন আলজারি জোসেফ ও কাইল মায়ার্সের ওপর। ৫.৩ ওভারে বিনা উইকেটে ৫২ রান তুলে ফেলার পর বৃষ্টিতে বন্ধ বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা।

ছবি: সংগৃহীত

এরপর খেলা শুরুর পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্কটিশরা। তবে একপ্রান্ত আগলে রেখেছিলেন মানসি। ক্যালাম ম্যাকলয়েড ও অধিনায়ক রিচি বেরিংটন পারেননি ইনিংস লম্বা করতে। ৫৩ বলে ৬৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন মানসি। আর ক্রিস গ্রিভসের ক্যামিওতে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় স্কটল্যান্ড। ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার ১৪ রান খরচায় নিয়েছেন ২ উইকেট।

জবাবে, ব্যাট করতে নেমে কাইল মায়ার্সের উইকেট হারিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ৪ ওভারে ১ উইকেটে ৩৪ রান। সুপার টুয়েলভ নিশ্চিতে ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: কোভিড পজেটিভ হয়েও খেলা যাবে বিশ্বকাপ

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply