জুতার মধ্যে স্বর্ণ পাচারের চেষ্টা, বেনাপোল সীমান্তে আটক ১

|

বেনাপোল প্রতিনিধি:

ভারতে পাচারের সময় বেনাপোল রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে এক যাত্রীর জুতার মধ্য থেকে ১০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় অনিক কুমার বিশ্বাস (৩০) নামে এক পাচারকারীকে আটক করে বিজিবি সদস্যরা।

সোমবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার সময় বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে এ স্বর্ণের চালান আটক করা হয়। আটককৃত আসামি হলেন, মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপটজেলার মৃত বিমলেন্দু বিশ্বাসের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ভারতে পাচারের উদ্দেশ্য বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান বেনাপোল রেলস্টেশন এলাকা দিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন এক যাত্রীর গতিরোধ করে তাকে
আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পায়ের জুতার মধ্যে লুকানো ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৯৪ লাখ টাকা। এ ঘটনায় মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply