‘ইনডেমনিটি অধ্যাদেশ যারা জারি করেছিল, বিএনপি তাদের উত্তরসূরি’

|

ফাইল ছবি।

ইনডেমনিটি অধ্যাদেশ যারা জারি করেছিল, বিএনপি তাদের উত্তরসূরি। বিএনপির হাতে দেশের গণতন্ত্র ও আইনব্যবস্থা নিরাপদ নয়। দলটি দেশের রাজনীতির বিষফোঁড়া। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে ৭৫এর ১৫ই আগষ্ট নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা। সেখানেই এসব কথা বলেন ওবায়দুল কাদের।

শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন আওয়ামী লীগ নেতারা। পরে ওবায়দুল কাদের বলেন, ১৫ এবং ২১ আগস্টের নির্মম হামলার ঘটনার পরিকল্পনাকারী বিএনপি নেতারা। দলটির হাতে গণতন্ত্র এবং আইন ব্যবস্থা নিরাপদ নয় বলেও জানান তিনি।

আরও পড়ুন: শেখ রাসেল নির্মলতার প্রতীক, দূরন্ত প্রাণবন্ত নির্ভীক

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply