রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের অবস্থান জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১১ টায় শুরু হওয়া এ বৈঠক চলে ১ ঘণ্টারও বেশি সময় ধরে। মিয়ানমারের সাথে বাংলাদেশের আনুষ্ঠানিক বৈঠকের তারিখ নির্ধারণ হতে পারে তাতে। বৈঠকের পর বিফ্রিংয়ে জানা যাবে বিস্তারিত।
এর আগে রোহিঙ্গা প্রত্যাবাসনে নেইপিদো চীনকে চিঠি দিয়ে ঢাকার কাছে সাক্ষাতের সময় চেয়েছে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে চীনের মধ্যস্ততায় রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকা-নেইপিদো কাছাকাছি বলেও জানিয়েছিলেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
/এমএন
Leave a reply