১৩৩ রানের মামুলি টার্গেটে শুরুতেই ধাক্কা খেলো জিম্বাবুয়ে

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে বি গ্রুপের খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটে ১৩২ রানের বেশি করতে পারেনি স্কটল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমেই জোড়া আঘাতে কিছুটা এলোমেলো হয়ে গেছে ক্রেগ আরভিনের দল। শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ের স্কোর ৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫ রান।

খেলার শুরুতেই দলকে ব্রেক থ্রু এনে দেন টেন্ডাই চাতারা। নিজের প্রথম ওভারে মাইকেল জোন্সকে সিকান্দার রাজার তালুবন্দি করেন এই বোলার। বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি ম্যাথু ক্রসও। ১ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন এই ব্যাটার। জর্জ মানসি করেন সর্বোচ্চ ৫৪ রান। চাতারা ও এনগারাভা নেন দু’টি করে উইকেট।

জয় ছাড়া বিকল্প নেই, এমন সমীকরণদের ম্যাচে ১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রত্যাশিত সূচনা পায়নি জিম্বাবুয়ে। দুই ওভারের মধ্যেই সাজঘরে ফিরেছে রেজিস চাকাভা ও ওয়েসলি মাধেভেরে। ক্রিজে এখন আছেন ক্রেগ আরভিন ও শন উইলিয়ামস।

পরের রাউন্ড নিশ্চিত করতে হলে জয় ছাড়া অন্য কোনো পথ খোলা নেই দু’দলের সামনে। দুই ম্যাচ খেলে ১টি করে জয়-পরাজয়ে স্কটল্যান্ডের পয়েন্ট ২। সমান ম্যাচ ও সমান জয়-পরাজয়ে জিম্বাবুয়ের পয়েন্টও ২।

আরও পড়ুন: ভারত-পাকিস্তান দ্বৈরথ ও সম্ভাব্য সেমি ফাইনালিস্ট নিয়ে শচীনের ভবিষ্যদ্বাণী

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply