সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে ২২টি স্বর্ণবার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা।
উদ্ধার হওয়া স্বর্ণের ওজন প্রায় আড়াই কেজি। এ ঘটনায় এক যাত্রীকে আটক করা হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
আটককৃত সামু সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার প্রভাকরপুর গ্রামের জালাল উদ্দিন আবিরের ছেলে।
বিমানবন্দর সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ৭টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ নম্বর ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে এক যাত্রীর শরীরে তল্লাশি করে তার জুতার ভেতর থেকে আড়াই কেজি ওজনের ২২টি স্বর্ণবার উদ্ধার করা হয়। এই স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ১০ লাখ টাকা।
Leave a reply