ফের আক্রমণের মুখে রয়্যাল বেঙ্গল টাইগার। এবার সুন্দরবনে। নদী সাঁতরে এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যাওয়ার সময় এক রয়্যাল বেঙ্গল টাইগারের উপর মৎস্যজীবীদের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি সুন্দরবনের ভারতীয় অংশের কেঁদো দ্বীপের কাছে ঘটে। তবে ঘটনাটি কবেকার তা জানা যায়নি। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিও ক্লিপে দেখা যায় নদী সাঁতরে একটি বাঘ পীরখালির জঙ্গল থেকে পাশের জঙ্গলের দিকে যাচ্ছে। ঠিক তখনই মৎস্যজীবীদের একটি ট্রলার সেই বাঘটির দিকে এগিয়ে যায়।
জলযানটিকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে ভয়ে হুঙ্কার শুরু করে বাঘটি। জলের মধ্যেই থাবা ছুঁড়তে থাকে। ভয়ে ট্রলারটির দিকে এলে বাঘটির উপর বড় বাঁশ নিয়ে হামলা করেন ওই ট্রলারে থাকা মৎস্যজীবীরা।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব হয়েছে নানা মহল। ভিডিওটি খতিয়ে দেখে অভিযুক্ত মৎস্যজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা। অভিযুক্ত মৎস্যজীবী ও ট্রলারটির খোঁজ শুরু করেছে বন দফতর। (সূত্র: এবেলা)।
Leave a reply