২৪ থেকে ২৫ অক্টোবর সন্ধ্যা নাগাদ আঘাত হানতে পারে সিত্রাং

|

ঘূর্ণিঝড় সিত্রাং ২৪ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর সন্ধ্যা নাগাদ আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

রোববার (২৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির বাস্তবায়ন বোর্ডের জরুরি সভার আগে তিনি এ কথা জানান। বলেন, গভীর নিম্নচাপটি সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে এটি বেশিক্ষণ স্থায়ী হবে না।

৩ থেকে ৬ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে বলে এ সময় উল্লেখ করেন এনামুর রহমান। তবে জানিয়েছেন, সিত্রাং সুপার সাইক্লোনে রুপ নেবে না।

লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপের সৃষ্টি হওয়ায় ইতোমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, দিক পরিবর্তন না করলে ২৪ তারিখ রাত অথবা ২৫ তারিখ সকালে বাংলাদেশের বরিশাল-ভোলার ওপর দিয়ে বয়ে যেতে পারে এটি।

এদিকে, ভারতের আবহাওয়া অফিসের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা বলছে, রোববার (২৩ অক্টোবর) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গত ৬ ঘণ্টায় এই নিম্নচাপ ঘণ্টায় ১৭ কিলোমিটার বেগে আরও উত্তর-পশ্চিমে সরে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এই গভীর নিম্নচাপটি ভারতের পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ৫৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে, সাগর দ্বীপ থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে এবং বাংলাদেশের বরিশাল থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে বলেও জানিয়েছে ভারতের আবহাওয়াঅফিস।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply