ইউক্রেনেই তৈরি হচ্ছে ডার্টি বোমা, লক্ষ্য নাশকতা: রাশিয়া

|

লে. জে. ইগোর কিরিলোভ।

নাশকতার লক্ষ্যে ইউক্রেনেই তৈরি হচ্ছে তেজস্ক্রিয় ক্ষমতাসম্পন্ন ‘ডার্টি বোমা’- এমন অভিযোগ করলেন রুশ প্রতিরক্ষা ব্যুরোর প্রধান ইগোর কিরিলোভ। তার দাবি, নিজেরাই ডার্টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে মস্কোর ওপর দায় চাপানোর ষড়যন্ত্র করছে কিয়েভ। মস্কোর অভিযোগ, কিয়েভকে পরমাণু সক্ষমতা বাড়াতে সহযোগিতা করছে ব্রিটেন। তবে, বিষয়টি অস্বীকার করছে কিয়েভ প্রশাসন ও তার পশ্চিমা মিত্ররা। খবর এপির।

পুরো বিশ্বকে টালমাটাল করে তোলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ গড়ালো নবম মাসে। শান্তি ফেরাতে তুরস্ক কিংবা ফ্রান্সের তৎপরতার মধ্যেও, নিত্যনতুন এলাকায় চলছে রকেট-মিসাইল হামলা। এসব হামলা-পাল্টা হামলার মধ্যেই গত কয়েকদিন ধরে আলোচনায় তেজস্ক্রিয় ক্ষমতাসম্পন্ন ডার্টি বোমা। খুব শিগগিরই ভয়াবহ এ বোমার ব্যবহার হবে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে-এমন অভিযোগ মস্কোর। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, রাশিয়ার ওপর দায় চাপানোর জন্য নিজেরাই এ বোমার বিস্ফোরণ ঘটাবে কিয়েভ।

রাশিয়ার আরসিবিপি ফোর্সের প্রধান লে. জে. ইগোর কিরিলোভ বলেন, ইউক্রেনের দুটি প্রতিষ্ঠান তেজস্ক্রিয় ক্ষমতাসম্পন্ন ডার্টি বোমা তৈরি করছে বলে তথ্য আছে আমাদের কাছে। বোমা তৈরির কাজ শেষ পর্যায়ে। এমনকি, পরমাণু অস্ত্রের ব্যাপারে সহযোগিতা চেয়ে ব্রিটিশ প্রতিনিধিদের সাথে যোগাযোগও করেছে ইউক্রেনের প্রেসিডেনশিয়াল অফিস। তাছাড়া, সোভিয়েত আমল থেকেই খারকিভের ইনস্টিটিউট অব ফিজিক্স এন্ড টেকনোলোজি থেকে পরিচালিত হতো অনেক গবেষণা, যেগুলো এখনও সক্রিয়।

যদিও, ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের দাবি, মস্কোর অভিযোগ কাল্পনিক। রণকৌশলের অংশ হিসেবেই ডার্টি বোমার অভিযোগ তুলছে পুতিন প্রশাসন।

এ প্রসঙ্গে হোয়াইট হাউস মুখপাত্র জন কারবি বলেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সাথে ফোনালাপ হয়েছে সের্গেই শোইগুর। তবে, সেখানে ইউক্রেন শক্তিশালী বোমা তৈরী করছে- এমন কথার সত্যতা নেই। এটা পুরোপুরি বানোয়াট কথা। অতীতেও বিশ্ব দেখেছে, রাশিয়া কোনো হামলার ফন্দি আঁটলে; প্রতিপক্ষকে আগেই দোষারোপ করা শুরু করে। এবারও, ডার্টি বোমা নিয়ে এমনই পরিকল্পনা রাশিয়ার।

এদিকে, বিশ্লেষকরা বলছেন, ক্ষতিসাধনের চেয়ে প্রতিপক্ষের মধ্যে আতঙ্ক ছড়ানোই ডার্টি বোমা ব্যবহারের মূল লক্ষ্য।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply