সিলেট স্ট্রাইকার্সের আইকন প্লেয়ার মাশরাফী

|

মাশরাফী বিন মোর্ত্তুজা। ফাইল ছবি।

সিলেট স্ট্রাইকার্সের হয়ে আইকন হিসেবে খেলবেন মাশরাফী বিন মোর্ত্তজা। বাংলাদেশ প্রিমিয়ার লীগের নতুন এই ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করেছে এ তথ্য।

গতকাল (২৫ অক্টোবর) মঙ্গলবার রাতে সিলেট স্ট্রাইকার্সের সভা অনুষ্ঠিত হয়। তাতে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যান সারোয়ার চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক হেলাল বিন ইউসুফ। তারা জানায়, সিলেট স্ট্রাইকার্সের হয়ে আইকন হিসেবে খেলবেন মাশরাফী বিন মোর্ত্তজা। সেইসঙ্গে সিলেটকে চ্যাম্পিয়ন করতে সর্বোচ্চ চেষ্টা করবেন। সিলেটে স্থানীয় ক্রিকেটার তৈরি করতেও ফ্রাঞ্জাইজিটি কাজ করবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply