হাসপাতালে দেরিতে আসায় অবস্থা খারাপ হচ্ছে অনেক ডেঙ্গু রোগীর

|

ফাইল ছবি।

কাঞ্চন, বয়সের গন্ডি সবে ১২ পার হয়েছে। রাজধানীর ছোলমাইদের অলিগলিতে তার উঠা-বসা। ছোটাছুটির এই সময়ে কখন এডিস হুল ফুটিয়েছে নিজেও জানে না। ১৩ হাজার প্লটিলেট নিয়ে এখন হাসপাতালে কাতরাচ্ছে কিশোর কাঞ্চন।

রাজধানীর হাসপাতালগুলোর মেডিসিন বিভাগ এখন কাঞ্চনের মতো ডেঙ্গু রোগীতে সয়লাব। বেশিরভাগেরই প্লাটিলেট নেমেছে অস্বাভাবিক গতিতে। প্রায়ই লাগছে আইসিইউ সাপোর্ট।

চিকিৎসকরা জানিয়েছেন, দেরিতে ভর্তি হওয়ায় খারাপ অবস্থায় চলে যাচ্ছে অনেক রোগী। তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে বলেই মনে করেন তারা। বৃষ্টিপাত কমে এলে ডেঙ্গুর সামগ্রিক প্রভাব কমবে।

এডিসের দখল এখন খিলগাঁও-বাড্ডা ছাড়িয়ে রাজধানীর অভিজাত গুলশান-বনানীতেও পৌঁছেছে। সাধারণত দিনের বেলায়ই বেশি হুল ফুটায় এডিস। তাই এই সময়ে মশার উপদ্রব বিবেচনায় না আনলেই বিপত্তি।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গেলো ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৩৩ ডেঙ্গু রোগী। এ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন ১৩২১ জন। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি ৩ জনকে।

হাসপাতালটির আবাসিক চিকিৎসক ডা. স্বদেশ বর্মন বলেন, ধরনটা আগের মতোই আছে। তবে নতুন কিছু উপসর্গ আছে। এদর মধ্যে অনেকে এত দেরিতে আসে, আইসিইউ সাপোর্ট লাগছে তাদের। বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্ডে সেবা দেয়া যাচ্ছে। সপ্তাহে ৪০০-৫০০ রোগী আইসিইউ সাপোর্ট নিতে হচ্ছে। যাদের বড় অংশই আবার ওয়ার্ডে ফেরত আসছে।

ডেঙ্গুর চিকিৎসা শুরু করেছে মহাখালীর ডিএনসিসি হাসপাতাল। মাত্র দুই দিনে ৪২ রোগীর চিকিৎসা ভার নিতে হয়েছে হাসপাতালটিকে। কারও অবস্থাই সঙ্কটাপন্ন না হলেও প্রস্তুতি নিয়ে রাখছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ডিএনসিসি কোভিড ডেডিকেটেট হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান বলেন, এখন যে রোগীগুলো পাওয়া যাচ্ছে, এদের অনেকেই আগে আক্রান্ত হয়েছিল। দ্বিতীয় বা তৃতীয়বার আক্রান্ত হওয়ায় শরীরের অবস্থাটা খারাপ।

মার্কিন প্রতিষ্ঠান সেন্টার ফর ডিজিস কন্ট্রোল (সিডিসি) বলছে, শতকরা পাঁচ ভাগ ডেঙ্গু রোগীর অবস্থা খারাপ হতে পারে। চিকিৎসকরা বলছেন, দেশে ডেঙ্গু রোগের প্রভাব এখনও এতটা প্রকট নয়। তবে বিস্তার ঠেকানো জরুরি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply